দৌলতপুরে সেনা-পুলিশের অভিযানে গুলিসহ যুবক আটক
প্রকাশঃ
![]() |
| যৌথ অভিযানে গুলিসহ যুবক মাহমুদর হাসান পাতা | ছবি: পদ্মা ট্রিবিউন |
কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মাহমুদর হাসান পাতা (৪৪)। তিনি ওই গ্রামের বাসিন্দা এমদাদুল ইসলাম দাউদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে গুলি ও খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, আটক মাহমুদর হাসানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুপুরের মধ্যে তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হবে।

Comments
Comments