খাসির ওজন ৬৫ কেজি, দাম হাঁকছেন ৫৫ হাজার টাকা
প্রতিনিধি জয়পুরহাট
![]() |
| জয়পুরহাট শহরের নতুনহাটে তোতাপুরী জাতের ৬৫ কেজি ওজনের খাসির দাম ৫৫ হাজার টাকা চাওয়া হচ্ছে। খাসিটির সঙ্গে খুনসুটি করছেন মালিক আতাউর রহমান। বুধবার সকাল দশটার দিকে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন |
ভারতের তোতাপুরী জাতের খাসিটির ওজন ৬৫ কেজি। খাসিটির মালিক দাম হাঁকছেন ৫৫ হাজার টাকা। ক্রেতা-বিক্রেতা খাসিটি দেখতে হাটে ভিড় করছেন। আজ বুধবার সকালে জয়পুরহাট শহরের নতুনহাট কোরবানির পশুর হাটে খাসিটি আনা হয়। তখন পর্যন্ত এটি হাটের মধ্যে সবচেয়ে বড় খাসি ছিল।
সকাল ১০টার দিকে শহরের নতুনহাট কোরবানির পশুর হাটে দেখা যায়, গরুর পাশাপাশি হাটটিতে দুই শ থেকে আড়াই শ খাসি এসেছে। তখন হাট খুব একটা জমেনি। এক ব্যক্তি একটি বড় খাসি নিয়ে বসে আছেন। কিছু ক্রেতা-বিক্রেতা হাটে এসেছেন। তাঁরা খাসিটিকে একনজর দেখছেন। তাঁদের কেউ খাসির দাম জিজ্ঞাসা করছিলেন। মালিক খাসির দাম ৫৫ হাজার টাকা চান। তখনো কেউ খাসিটির দাম বলেননি।
খাসিটির মালিক আতাউর রহমান। তিনি জামালগঞ্জ বাজারের বাসিন্দা। আতাউর রহমান জানান, দুই বছর আগে তিনি স্থানীয় হাট থেকে ১২ হাজার টাকায় ভারতের তোতাপুরী জাতের খাসিটি কিনে এনেছিলেন। খাসিটি সন্তানের মতো করে লালন-পালন করে বড় করেছেন। প্রতিদিন খাসিটিকে খড়-ভুসি ও ভাত খাওয়ান। খাসিটির ওজন ৬৫ কেজি। কোরবানির হাটে খাসিটি বিক্রি করবেন বলে ঠিক করে রেখেছিলেন। খাসির দাম ৫৫ হাজার টাকা চাইছেন। ক্রেতাদের কেউ ৪৮ হাজার আবার কেউ ৫০ হাজার টাকা দিতে চাইছেন। আরও বেশি টাকায় খাসিটি বিক্রি করতে চান আতাউর।
জয়পুরহাট শহরের আদর্শপাড়া মহল্লার এমদাদুল হক বলেন, হাটে ৬৫ কেজি ওজনের বড় খাসিটি দেখে ভালো লাগল। এবার কোরবানির হাটে তুলনামূলকভাবে খাসির দাম কম।

Comments
Comments