চট্টগ্রামে আরও পাঁচজনের করোনা শনাক্ত
প্রতিনিধি চট্টগ্রাম
| করোনা পরীক্ষা | ফাইল ছবি |
চট্টগ্রাম জেলায় আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্যের উল্লেখ করা হয়েছে। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে ১৩৫ জনের করোনা শনাক্ত হলো।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল ও শেভরন ডায়াগনস্টিকে পরীক্ষায় তাঁদের করোনা শনাক্ত হয়।
চট্টগ্রামে চলতি জুন থেকে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এই মাসে এ পর্যন্ত করোনা আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত শুক্রবার নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহা বেগম নামের এক নারী।
Comments
Comments