[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি বান্দরবান


বান্দরবান জেলার মানচিত্র

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের পা উড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম মো. ইউনুছ (২৭)। তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ২-পূর্ব ক্যাম্পের ১-বি ব্লকের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাত সাড়ে নয়টার দিকে সীমান্তের কাছাকাছি পশ্চিম তুমব্রু গ্রামের লোকজন বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর শূন্যরেখায় গিয়ে দেখেন কাঁটাতারের বেড়ার ওপর আহত অবস্থায় ইউনুছ পড়ে রয়েছেন। তাঁর ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা ইউনুছকে উদ্ধারের পর রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, সীমান্ত থেকে ২০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন ওই রোহিঙ্গা যুবক। সীমান্তবর্তী মিয়ানমারের ওই অংশটিতে সে দেশের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) দখলে থাকা তুমব্রু রাইট ক্যাম্প। ধারণা করা হচ্ছে, চোরাচালানের উদ্দেশ্যে ইউনুছ সেখানে গিয়েছিলেন।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে গত পাঁচ দিনে তিনটি মাইন বিস্ফোরণের ঘটনায় এক কিশোরসহ তিনজনের পা উড়ে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ছয় মাসে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও সদর ইউনিয়নের সীমান্তে মাইন বিস্ফোরণে ৯ জন কিশোর-তরুণ পা হারিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন