[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

করোনাভাইরাস | প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন তিনজন।

মারা যাওয়া দুজনই নারী। তাঁদের মধ্যে একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। একজন ঢাকার, অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। দুইজনের একজন ছিলেন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন, অন্যজন বেসরকারি হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০২ জনের। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৮০০।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন