[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বেসরকারি শিক্ষায় সরকারকেই নিয়ন্ত্রণ রাখতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজশাহী জেলার বিভিন্ন অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। জেলার পিটিআই মিলনায়তনে | ছবি: পদ্মা ট্রিবিউন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। তিনি বলেন, কিন্ডারগার্টেনসহ এ ধরনের প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে একটি নীতিমালা হওয়া উচিত।

বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজশাহী জেলার বিভিন্ন অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন উপদেষ্টা।

বিধান রঞ্জন রায় বলেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি নীতিমালা হওয়া উচিত, যাতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইচ্ছেমতো ফি নিতে না পারে। বিশেষ করে তাদের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি কেমন হবে, তা-ও সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে।

এর আগে জেলার প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা। সভায় জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পিটিআই প্রশিক্ষণদাতারা অংশ নেন। তাঁরা প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শ্রেণিকক্ষের আধুনিকায়ন, পাঠদানের মানোন্নয়ন, মিড ডে মিল চালু, আইসিটির মানোন্নয়ন, বেতন-ভাতা বৃদ্ধি এবং বিনা মূল্যে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থার দাবি জানান।

এ ছাড়া মতবিনিময় সভায় বক্তারা কিন্ডারগার্টেনগুলোকে নীতিমালার মধ্যে আনার বিষয়ে পরামর্শ দেন। পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের নিজেদের ভাষায় বইপড়ার বিষয়ে গুরুত্বারোপ ও শিক্ষকদের ‘টিচার্স গাইড’ অনুসরণের পরামর্শ দেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান। ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন