নিজস্ব প্রতিবেদক ঢাকা

রাতে স্থানীয় কিছু বাসিন্দা মন্দিরের জন্য নির্ধারিত স্থানটির সামনে ভিড় করে  | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর খিলক্ষেত রেলওয়ে জমিতে অস্থায়ীভাবে নির্মিত একটি মন্দির অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় কিছু বাসিন্দা। সোমবার রাতে অনুষ্ঠিত একটি মিছিলে তারা মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে মন্দির সরিয়ে নেওয়ার দাবি করেন।

সনাতন ধর্মাবলম্বী সুমন সুধা অভিযোগ করেন, রাতের আঁধারে একদল মানুষ মন্দিরে জমায়েত হয়ে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে মন্দির সরিয়ে ফেলার দাবি জানায়।

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুর রহমান বলেন, 'আমরা এ ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি থানায় রয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছি। আগামীকাল স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।'

মন্দির অপসারণ সংক্রান্ত বিষয়টি নিয়ে তিনি আরও জানান, 'স্থানীয়দের দাবিতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকেই নানা ধরনের কথা বলছেন। আমরা সতর্কতার সঙ্গে বিষয়টি দেখছি যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।' 

খিলক্ষেত থানার ওসি মো. কামাল হোসেন জানান, 'রেলওয়ের জমিতে একটি মন্দির ছিল, যা টিনের বেড়ার মধ্যে ছিল। সোমবার মন্দির কর্তৃপক্ষ পাকা দেয়াল নির্মাণ শুরু করলে স্থানীয়রা বাধা দেয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।' 

মঙ্গলবার সকালে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।