নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে লন্ডনে আলোচনা সভায় হাসিনার ভাষণ
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশে তেমন কোনো তৎপরতা দেখাতে না পারলেও লন্ডনে মিলনায়তন ভাড়া করে আলোচনা সভা করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ।
দলটির যুক্তরাজ্য শাখার উদ্যোগে সোমবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিল্লি থেকে ভাষণ দেন দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার বিরুদ্ধে দেশে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
৪৭ মিনিটের ভাষণে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের পাশাপাশি বিএনপি ও জামায়াতে ইসলামীর সমালোচনা করেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবে মিল্লাত, হাবিবুর রহমান, রঞ্জিত সরকার ও আবুল কালাম আজাদকে দেখা গেছে ওই অনুষ্ঠানে।



Comments
Comments