[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ত্যাগ ও ভালোবাসার আহ্বান সেনাপ্রধানের ঈদ বার্তায়

প্রকাশঃ
অ+ অ-

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান | ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তা, জুনিয়র কমিশন পাওয়া কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার সৈনিক, অসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার দেওয়া এক শুভেচ্ছা বার্তায় সেনাপ্রধান বলেন, 'ঈদুল আজহার এই আনন্দঘন ও মহিমান্বিত দিনে আমি দেশ-বিদেশে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য ও তাঁদের প্রিয়জনদের জানাই ঈদের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা।’

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ‘এই দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেইসব বীর সেনানীকে, যাঁদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। তাঁদেরও স্মরণ করছি, যাঁরা পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন।’

তিনি বলেন, ‘এই ঈদের দিনে আমি তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানাই।’

সেনাপ্রধান আরও বলেন, ‘যাঁরা দেশের বিভিন্ন অঞ্চলে নাগরিক প্রশাসনকে সহায়তা দিতে কর্তব্যরত রয়েছেন কিংবা যাঁরা জাতিসংঘ শান্তিমিশনে বিদেশে কর্মরত, তাঁদের এবং তাঁদের পরিবারকে জানাই বিশেষ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।’

জেনারেল ওয়াকার-উজ-জামান আশা প্রকাশ করেন, 'ঈদুল আজহার ত্যাগ ও একতার মহিমা সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে। তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অন্যের পাশে থাকি, গড়ে তুলি সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ।’

শেষে তিনি মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন, ‘আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার শক্তি দেন।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন