[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুয়াকাটায় মৎস্যজীবী দলের জেলেকে পিটিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি পটুয়াখালী

পিটিয়ে হত্যা | প্রতীকী ছবি

পটুয়াখালীর কুয়াকাটা–সংলগ্ন পশ্চিম খাজুরা গ্রামে শহিদুল ফকির (৪০) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে।

নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, এ ঘটনায় সোহেল ফকির নামের এক ব্যক্তি জড়িত। নিহত শহিদুল ফকির পশ্চিম খাজুরা গ্রামের মৃত আলী ফকিরের ছেলে। তিনি স্থানীয় একটি মাছ ধরার ট্রলারের মাঝি হিসেবে কাজ করতেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত সোহেল ফকির নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের লতাচাপলী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি নজরুল ফকিরের ছোট ভাই। আর শহিদুল ফকির জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা ওয়ার্ড শাখার সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহিদুল যে ট্রলারে কাজ করতেন, সেখানে তাঁর সহকর্মী আরেক জেলের কাছে সোহেল ফকির ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিলেন। সোহেল ফকির সে টাকা চাইতে গেলে শহিদুল ফকিরের সঙ্গে এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর অনেক মানুষের উপস্থিতিতে শহিদুলকে বেধড়ক মারধর করেন সোহেল ফকির। একপর্যায়ে একটি কাঠের টুকরা দিয়ে শহিদুলের মাথায় আঘাত করা হয়। এতে শহিদুল লুটিয়ে মাটিতে পড়েন। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রিয়াজ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শহিদুল মারা গেছেন।

শহিদুল ফকিরের ছেলে সজল ফকির বলেন, ‘ওই জেলের কাছ থেকে সোহেল ফকিরের পাওনা টাকা আমি মধ্যস্থতা করে আগেই দিয়ে দিয়েছি। তারপরও আমার বাবাকে গালিগালাজ করেছে, এরপর মারধর করেছে। হঠাৎ কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করলে বাবার মৃত্যু হয়।’

লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘শহিদুল ফকিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জড়িতকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শহিদুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত সোহেল ফকির থানার তালিকাভুক্ত এবং একাধিক মামলার আসামি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন