প্রতিনিধি পাবনা

বিদ্যুৎস্পৃষ্ট | প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সান্তনা রানী গুপ্ত (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহরের পশ্চিম টেংরি কাচারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সান্তনা রানী ওই এলাকার বাসিন্দা টুটুল কুমার গুপ্তের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তনা রানীর বাড়ির শোবার ঘরের টিনের চালের ওপর একটি পচা কাঁঠাল পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। সেটি সরাতে গিয়ে তিনি টিনে হাত দেন। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, 'পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সান্তনা রানীর শেষকৃত্য সম্পন্নের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।'