[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চলতি বছর রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে প্রথম প্রাণহানি

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা  | প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। চলতি বছর ডেঙ্গুতে এ হাসপাতালে এটাই প্রথম মৃত্যু। আজ বুধবার হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মৃত ব্যক্তির নাম কবির হোসেন (৩৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রুকুনপুরের গোলাম রাব্বানীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, কবির হোসেন ১৯ জুন দুপুরে ভর্তি হন। পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন, পরে গতকাল রাতে তিনি মারা যান। অন্য কোথাও তাঁর ভ্রমণের ইতিহাস নেই।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে শিশুসহ পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। একটি শিশুও রয়েছে। এর মধ্যে ২৭ বছর বয়সী এক নারী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁরা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। ভর্তি হওয়া রোগীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ৭৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৬৯ জন চিকিৎসা নিয়েছেন। ১ জন মারা গেছেন। আরও ৫ জন চিকিৎসা নিচ্ছেন।

নিহত কবিরের ভাই সাখাওয়াত হোসেন বলেন, কয়েক দিন আগে জ্বরসহ বিভিন্ন জটিলতা নিয়ে তাঁর ভাইকে হাসপাতালে ভর্তি করানো হয়। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আগে কবির হোসেন এলাকার বাইরে যাননি। এলাকাতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালে এখনো পাঁচজন চিকিৎসাধীন। এর মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন