টাঙ্গাইলে জমি বিরোধে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা
প্রতিনিধি টাঙ্গাইল
![]() |
| হত্যা | প্রতীকী ছবি |
টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের হলিদ্রাচালা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের চাচাতো ভাই আয়নাল মিয়া (৬০) ও তাঁর স্ত্রী সেলিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের সঙ্গে আয়নাল মিয়া ও তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে রফিকুল ইসলাম বাড়ির পাশে ওই বিরোধপূর্ণ জমিতে গাছের চারা রোপণ করতে যান। তখন আয়নাল ও সেলিনা তাঁকে বাধা দেন। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে আয়নাল ও সেলিনা তাঁকে কিল–ঘুষি মারতে থাকেন। এতে রফিকুল মাটিতে লুটিয়ে পড়েন। রফিকুলের চিৎকার শুনে ভাই শামসুল আলম ছুটে এলে তাঁকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন রফিকুল ইসলামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই আয়নাল মিয়া ও তাঁর স্ত্রী সেলিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। নিহত রফিকুল ইসলামের ভাই শামসুল আলম তাঁদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments
Comments