[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রকৃতির ভাষা যেভাবে ক্যানভাসে তুলে আনছেন শিল্পীরা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড়ে ১৫ শিল্পীকে নিয়ে চলছে তিনদিনের আর্ট ক্যাম্প। আয়োজনের দ্বিতীয় দিনে ছবি আঁকায় মগ্ন শিল্পীরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

কারও ক্যানভাসে তুলির আঁচড়ে মূর্ত হচ্ছে প্রাণ-প্রকৃতির রূপ, কারও ক্যানভাসে ফুটে উঠছে পরিবেশ সচেতনতার বার্তা। কেউ–বা পরিবর্তিত সময়ে শিল্পের অমর্যাদার বিষয়টি তুলে আনছেন। সময়ের ধ্বনি হয়ে কারও ক্যানভাসে নুয়ে পড়ছে ‘লজ্জাবনত ফুল’। পরিবর্তিত সময়ের কথা আর প্রকৃতির জয়ধ্বনিকে বিষয় করে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ ‘সোনাপাহাড়ে’ চলছে তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প।

‘এটি সেই ফুল, যা প্রতিকূল পরিবেশেও ফোটে’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার শুরু হয়েছে এই আর্ট ক্যাম্প। শিল্পযজ্ঞে অংশ নিয়েছেন চট্টগ্রামের ১৫ জন শিল্পী। সোনাপাহাড় কর্তৃপক্ষের সহযোগিতায় ভাস্কর অলক রায়ের তত্ত্বাবধানে এই আর্ট ক্যাম্পে অংশ নেন শিল্পী খাজা কাইয়ুম, জাহেদ আলী চৌধুরী, উত্তম তালুকদার, জয়দেব রোয়াজা, সঞ্জয় দাস, সঞ্জীব বড়ুয়া, সুব্রত দাস, শতাব্দী সোম, শারদ দাশ, জয়নাল আবেদীন, রাসেল কান্তি দাস, সঞ্জয় সরকার, জয়তু চাকমা ও মারুফ আদনান।

তিন দিনব্যাপী এই আর্ট ক্যাম্পের প্রথম দিন ছিল শিল্পীদের প্রস্তুতি পর্ব, দ্বিতীয় দিন ছবি আঁকা আর কাল শুক্রবার শেষ দিন থাকছে প্রদর্শনী ও শিল্পীদের পারফরম্যান্স আর্ট।

আর্ট ক্যাম্পের তত্ত্বাবধায়ক শিল্পী ও ভাস্কর অলোক রায় বলেন, ‘সিআরবি এলাকায় পরিবেশ নষ্ট করে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে শিল্পের ভাষায় প্রতিবাদ জানাতে একটি আর্ট ক্যাম্প পরিচালনা করেছিলাম আমরা। তখন সে কাজটি বেশ সাড়া ফেলেছিল। সময়কে ধরা শিল্পীর দায়িত্ব। এখন বাংলাদেশের পরিবর্তিত সময়ে একটা অস্থিরতা চলছে। সেই অস্থিরতা নিয়ে শিল্পী মনের ভাবনা ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা আমাদের। পাশাপাশি প্রকৃতির প্রতি দায়ের বিষয়টিও থাকছে। সোনাপাহাড় কর্তৃপক্ষ প্রকৃতিকে যেভাবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে, সেটি আমাদের জন্য অনুপ্রেরণার। তাই এ জায়গায় প্রকৃতিকে উদ্‌যাপন করতে চাই আমরা। এ দুই লক্ষ্য নিয়ে করা হয়েছে আর্ট ক্যাম্প।’

আর্টক্যাম্পে ছবি আঁকায় মগ্ন ভাস্কর অলক রায়। চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড়ে | ছবি: পদ্মা ট্রিবিউন 

জানতে চাইলে পরিবেশ সংরক্ষণ উদ্যোগ সোনাপাহাড়ের উদ্যোক্তা আমজাদ হোসেন বলেন, ‘প্রাণ-প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি শিল্প–সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করতে চাই আমরা। সমাজ সমৃদ্ধ করতে শিল্পী, কবি–সাহিত্যিকদের উপযুক্ত মঞ্চ তৈরি করে দেওয়া জরুরি। সোনাপাহাড় সে কাজটি করার চেষ্টা করছে। চট্টগ্রামের ১৫ জন শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আর্ট ক্যাম্প সেই চেষ্টার অংশ।’

আগামীকাল শুক্রবার আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা তাঁদের শিল্পকর্ম তুলে ধরবেন দর্শকদের সামনে। এদিন দর্শকদের মুখোমুখিও হবেন শিল্পীরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন