[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করলেন শিশুসুরক্ষাকর্মী

প্রকাশঃ
অ+ অ-

আব্দুল্লাহ আল মারুফ সিরাজগঞ্জ

বাল্যবিবাহ | প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে এক এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছেন শিশুসুরক্ষাকর্মী সুমাইয়া আক্তার।

রোববার রাতে উপজেলার কর্ণসূতি গ্রামে মেয়েটির বাড়িতে অভিযান চালিয়ে বিয়ের প্রস্তুতি বন্ধ করা হয়। অভিযানে তাঁর সঙ্গে ছিল পুলিশের একটি দল।

জানা গেছে, মেয়েটি ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। চলতি বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার বাবা স্থানীয়ভাবে মাংস বিক্রি করেন।
 
সুমাইয়া আক্তার বলেন, ‘বিয়ের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে বাড়িতে যাই। গিয়ে দেখি সব আয়োজন প্রায় শেষ। পরে তা বন্ধ করি। মেয়ের বাবার কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিই, যেখানে তিনি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি প্রশাসনের বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।’
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন