এনসিপি নেতা তুষারের কথোপকথন ফাঁস নিয়ে মুখ খুললেন ইমি
নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
শেখ তাসনিম আফরোজ ইমি | ফেসবুক থেকে নেওয়া ছবি |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় মুখ খুলেছেন নাগরিক কমিটির সাবেক সদস্য শেখ তাসনিম আফরোজ ইমি।
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইমি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি তুষারের সঙ্গে জুলাই অভ্যুত্থানের সময়কার ঘনিষ্ঠতার প্রসঙ্গ টেনে তিনটি মূল মন্তব্য তুলে ধরেন।
ইমি লেখেন, “সারোয়ার তুষারের ফোনালাপ থেকে অন্তত এটুকু পরিষ্কার যে, সম্পর্কটা একতরফা ছিল না। তবে ব্যক্তিগত কথোপকথন এভাবে প্রকাশ করা কখনোই সমর্থনযোগ্য নয়। তাহলে আসল সমস্যা কোথায়?”
ইমির মতে, রাজনীতি একটি বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গা। কিন্তু যোগ্যতার বদলে সুবিধাপ্রাপ্ত অবস্থান থেকে সুবিধা নেওয়ার সংস্কৃতি রাজনীতিকে কলুষিত করছে। তিনি লেখেন, “নতুন বন্দোবস্তের কথা বলে যারা সুবিধা নেয়, তাদের আমি সম্মান করতে পারি না।”
রাজনৈতিক অঙ্গনে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির সমালোচনা করে ইমি বলেন, অনেক পুরুষ সহযোদ্ধা নারী নেত্রীদের ‘এভেইলএবল’ ভাবেন। যোগ্যতার বদলে 'ফেভারিট' হওয়ার সংস্কৃতি নারীদেরই অপমান করে। এই মনোভাব বদলাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, নারীদের ঘিরে কোনো বিতর্ক বা ঘটনার সময় এনসিপি দলীয়ভাবে বিষয়গুলো এড়িয়ে গেছে। তিনি লেখেন, 'সম্পত্তির অধিকার কিংবা ফোনালাপ— কোনো বিষয়েই দল সঠিকভাবে রেসপন্স দেয়নি।'
তবে কিছু সময় পর ইমি একটি সংশোধনী পোস্টে মন্তব্যটি প্রত্যাহার করে নেন। তিনি জানান, ভুক্তভোগী নারী তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে, ঘটনার পর তিনি একাধিক ব্যক্তিকে জানালেও কেউ সহযোগিতা করেননি। এ অবস্থায় সেই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ইমি। লিখেন, 'তিনি যদি রিচ আউট করেই থাকেন, তাহলে আমি অন্তত আমার জায়গা থেকে তাঁর পাশে থাকব, অন্য কেউ না থাকলেও।'
একটি মন্তব্য পোস্ট করুন