[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় দুই মুক্তিযোদ্ধার নামে স্টেডিয়াম ও সুইমিংপুলের নাম পরিবর্তন, স্থানীয়দের ক্ষোভ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি পাবনা

পাবনার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিনউদ্দিনের নামে নামকরণ করা স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে | কোলাজ

পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়াম ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিংপুলের নাম পরিবর্তন করে যথাক্রমে জেলা স্টেডিয়াম এবং জেলা সুইমিংপুল রাখা হয়েছে। এ সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা–সমালোচনা চলছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয় ক্রীড়া পরিষদ নির্মিত দেশের বিভিন্ন জেলার স্টেডিয়াম ও সুইমিংপুলের নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানানো হয়। এসব নাম অবিলম্বে পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে সেই চিঠিতে।

পাবনা জেলা ক্রীড়া কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, পাবনার স্টেডিয়াম ও সুইমিংপুলের নাম পরিবর্তনের সিদ্ধান্তের সঙ্গে স্থানীয় প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই। কেবল মন্ত্রণালয়ের নির্দেশে তা বাস্তবায়ন করা হয়েছে।

স্থানীয় মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শহীদ আমিনউদ্দিন ছিলেন মুক্তিযুদ্ধে দেশের প্রথম শহীদ সংসদ সদস্য। ১৯৭১ সালের ২৬ মার্চ তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়। অন্যদিকে রফিকুল ইসলাম বকুল ছিলেন পাবনায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি জেলা বিএনপির সভাপতি ও নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনিই প্রথম পাবনায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

শহীদ আমিনউদ্দিনের ছেলে সদরুল আরেফিন বলেন, ‘সরকার পুরোপুরি মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে। আমার বাবার নাম মুছে দেওয়া অত্যন্ত দুঃখজনক।’ রফিকুল ইসলাম বকুলের সহযোগী বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম বলেন, নাম পরিবর্তন করে ইতিহাস মোছা যায় না। এতে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলো।

শহীদ আমিনউদ্দিনের নাতনি ও বিএনপি নেত্রী ফারজানা শারমিন বলেন, এটি নিন্দনীয় এবং আপত্তিকর সিদ্ধান্ত। মুক্তিযুদ্ধে অবদানের ভিত্তিতে নামকরণ করা স্থাপনার নাম এভাবে পরিবর্তন অনুচিত। সাংবাদিক উৎপল মির্জা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করা মানেই জাতিকে অবমাননা করা।

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বলেন, ‘শহীদ আমিনউদ্দিন পাবনার গর্ব। আমাদের প্রেরণা। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পাবনায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী। তিনি গণমানুষের নেতা ছিলেন। দলমত-নির্বিশেষে সবার কাছেই তিনি নিজগুণে প্রিয় হয়ে উঠেছিলেন। এই বীরযোদ্ধার রাজনৈতিক শিষ্য হিসেবে আমি নাম পরিবর্তনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আশা করি, শুভবুদ্ধির পরিচয় দিয়ে সরকার এই সিদ্ধান্ত পরিবর্তন করবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন