নিজস্ব প্রতিবেদক ঢাকা

সিপিবির লোগো | ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ বৃহস্পতিবার সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। একই সঙ্গে এই উদ্যোগ বন্ধের আহ্বানও জানিয়েছে দলটি।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত ও অত্যাধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার স্বেচ্ছাচারী সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী।

বিবৃতিতে বলা হয়, গতকাল বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করার কাজ দ্রুত করার তাগিদ দিয়ে বলেন, ‘আর কিছু শুনতে চাই না, বন্দর ব্যবস্থাপনায় পৃথিবীর সেরা যারা, তাদের হাতে ছেড়ে দিতে হবে, যেভাবেই হোক। মানুষ রাজি না থাকলে রাজি করাতে হবে।’ জাতীয় সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে দেশের গুরুত্বপূর্ণ বন্দর বিদেশিদের হাতে দেওয়ার এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সিপিবি।

সিপিবি নেতারা বলেন, টার্মিনালটি দেশের অর্থে নির্মিত, যেখানে দুই হাজার কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এই টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত রহস্যজনক এবং একটি সুগভীর চক্রান্তের ফল। বন্দরের শ্রমিক-কর্মচারীদের প্রতিবাদ এবং সারা দেশের মানুষের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে, মতামত গ্রহণ না করে স্বেচ্ছাচারী প্রক্রিয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলবে।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, অবিলম্বে নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। এই টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা বন্ধ করতে হবে।