[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সচিবালয়ে চলমান আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুমকি

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

সচিবালয়ের ভেতরে কর্মচারীরা আজ মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেন  | ছবি: পদ্মা ট্রিবিউন 

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা। দাবি আদায়ে প্রয়োজনে এই আন্দোলন সারা দেশে সরকারি দপ্তরে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেই আজ মঙ্গলবার সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন কর্মচারীরা। আজ তাঁরা টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আজ বেলা একটা পর্যন্ত সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কর্মচারীদের আজকের বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর বেলা একটার পর সাংবাদিকদের সচিবালয়ের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়।

এরপর সচিবালয়ের ভেতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীদের একজন নেতা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও সচিবালয় কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মুহা. নুরুল ইসলাম।

কর্মসূচি চলাকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নুরুল ইসলাম। তিনি বলেন, এটা মতপ্রকাশের অধিকারের লঙ্ঘন।

আন্দোলনের বিষয়ে নুরুল ইসলাম বলেন, আজ তাঁদের পূর্বঘোষণা অনুযায়ী কর্মসূচি পালিত হয়েছে।

নুরুল ইসলাম বলেন, যতক্ষণ পর্যন্ত এই অধ্যাদেশ বাতিল করা হবে না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করার কোনো সুযোগ নেই। বরং ভবিষ্যতে তা আরও তীব্র হবে।

আজ একটি আলোচনা হওয়ার কথা আছে বলে জানান নুরুল ইসলাম। তিনি বলেন, আজ যদি কোনো ভালো সংবাদ না পাওয়া যায়, তাহলে এই আন্দোলন চলবে, তা সারা দেশে ছড়িয়ে পড়বে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন