প্রতিনিধি ঝিনাইদহ
![]() |
ঝিনাইদহের মহেশপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে তাঁদের বাড়িতে গিয়ে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। আজ সকালে খোসালপুর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঝিনাইদহের মহেশপুরে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশুর নাম আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৭)। তারা সম্পর্কে চাচাতো বোন। আফিয়ার বাবার নাম খাইরুল ইসলাম ও সাথিয়ার বাবার নাম সবিদুল ইসলাম। তাঁরা খোসালপুর এলাকার বাসিন্দা। শিশু দুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।
পুলিশ, পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার আগে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় আফিয়া ও সাথিয়া। একপর্যায়ে তারা পুকুরের পানিতে ডুবে যায়। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে নেমে তাদের খোঁজ করা হয়। একপর্যায়ে পানির নিচ থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় নেপা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল ইসলাম জানান, ডুবে যাওয়া দুই শিশু আজ সকালে পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাঁদের মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করা হয়।