{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

আনিসুল-সালমান আবারও রিমান্ডে

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

আনিসুল হক ও সালমান এফ রহমানকে হাজতখানা থেকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজধানীর ধানমন্ডি থানায় করা রিয়াজ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক।

আজ কারাগার থেকে সকাল ৮টার দিকে আনিসুল-সালমানসহ ১০ আসামিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ১০টার দিকে তাঁদের আদালতে তোলা হয়।

ধানমন্ডি থানায় করা রিয়াজ হত্যা মামলায় আনিসুল ও সালমানকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।

রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের সপক্ষে আদালতে যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। শুনানি শেষে আদালত দুজনকে দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

এ ছাড়া সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তারকে আজ নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন