প্রতিনিধি গাজীপুর

নিহত মো. জয় | ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে কথা–কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মো. জয় (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত ১০টার দিকে উপজেলার লোহাগাছ ফালু মার্কেট এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

নিহত জয় ওই এলাকার বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুরের একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দশম শ্রেণিতে পড়ত। অভিযুক্ত মোজাম্মেল হক (২০) একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল রাতে বাড়ির পাশে খেলাধুলা নিয়ে জয় ও মোজাম্মেলের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুরি এনে জয়ের পেটে আঘাত করে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা জয়কে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই রাত সোয়া ১২টার দিকে জয়ের মৃত্যু হয়।

এদিকে গতকাল মধ্যরাতে অভিযুক্ত মোজাম্মেলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাড়ির তিনটি টিনের ঘর পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি স্থানীয় লোকজন। শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মী মাহমুদুল হাসান বলেন, আগুনে কেউ হতাহত হননি। তবে আগুনে তিনটি ঘর পুড়ে গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত মোজাম্মেল হককে ধরার চেষ্টা চলছে।