প্রতিনিধি শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চলছে সিন্ডিকেট বৈঠক। এদিকে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল (পিএমই) বিভাগের একদল শিক্ষার্থী।

বিক্ষোভকারীদের অভিযোগ, পিএমই বিভাগে যোগ্যতা পূরণ না করেই গত বছরের জুনে একজন প্রভাষককে নিয়োগ দেওয়া হয়। তাঁদের দাবি, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত না মানা সত্ত্বেও তৎকালীন প্রশাসন ওই শিক্ষককে নিয়োগ দেয়। এ নিয়োগ বাতিলের দাবি জানান তাঁরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজ বেলা ১১টা ২০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে সিন্ডিকেট সভা শুরু হয়।

প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন—‘জুলাইয়ের বাংলায়, দুর্নীতির ঠাঁই নাই’, ‘যোগ্যতা না গোলটেবিল, যোগ্যতা যোগ্যতা’, ‘ঘুষ না মেধা, মেধা মেধা’, ‘দালালি না রাজপথ, রাজপথ’, ‘এই নিয়োগ বাতিল করো, করতে হবে’ ইত্যাদি।

বিক্ষোভে অংশ নেওয়া পিএমই বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আবু বকর প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিভাগে তাজবিউল ইসলাম নামের এক প্রভাষককে নিয়োগ দেওয়া হয়, যিনি নিয়োগের যোগ্যতা পূরণ করেননি। গত (২৩৫তম) সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে যে তাঁর নিয়োগে অনিয়ম হয়েছে এবং তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু এখনো তিনি কোনো উত্তর দেননি। আমাদের একটাই দাবি, এই অযোগ্য শিক্ষককে আমরা ক্লাসে দেখতে চাই না। যদি তাঁর নিয়োগ বাতিল না হয়, তাহলে আমরা ক্লাস বর্জন করব।’