প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রাম চিড়িয়াখানা | ফাইল ছবি

চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন দেয়াল ও ফটকধসে পাঁচ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে নগরের ফয়’স লেক এলাকায় অবস্থিত চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকেরা হলেন মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) ও রনি হালাদার (২৭)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে চিড়িয়াখানার ফটকের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ ফটকের ছাদ ও দেয়াল ধসে পড়ে। এতে পাঁচ শ্রমিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত শ্রমিকদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, আজ শনিবার ভোর পাঁচটা পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়। আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেয়াল ও ফটকের ছাদ ধসে পড়ায় প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

এদিকে বিষয়টি জানতে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহদাত হোসেনকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।