[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পল্লবীতে মেট্রো স্টেশনের নিচে ধ্বস্তাধ্বস্তি করে অস্ত্রের মুখে আইফোন ছিনতাই

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

রাজধানীর পল্লবীতে মেট্রো স্টেশনের নিচের ফুটপাতে মুঠোফোন ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে | ছবি: সিসিটিভি ক্যামেরার ভিডিও থেকে নেওয়া

রাজধানীর পল্লবীতে মেট্রো স্টেশনের নিচের ফুটপাতে এক ব্যক্তির গতি রোধ করে ধারালো অস্ত্রের মুখে তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়েছেন তিন ছিনতাইকারী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে। ভুক্তভোগী ব্যক্তির নাম আল-আমিন রানা। তিনি রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। থাকেন পল্লবী এলাকায়।

আল-আমিন বলেন, এই ঘটনায় তিনি পল্লবী থানায় লিখিত অভিযোগ করেছেন, কিন্তু কোনো সহায়তা পাননি।

ভিডিওতে দেখা যায়, পিঠে ব্যাগ থাকা এক ব্যক্তি মুঠোফোন হাতে মেট্রো স্টেশনের নিচের সড়কের ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। তাঁর পেছন পেছন আসছিলেন তিনজন। তাঁদের একজন ওই ব্যক্তির আগে চলে যান। ওই ব্যক্তি ফুটপাতের সংকীর্ণ স্থানে যেতেই তিনজন তাঁর গতি রোধ করেন। তাঁরা ওই ব্যক্তির সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেন। এ সময় ছিনতাইকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেন। তারপর তিনজনই দৌড়ে একটি অটোরিকশায় উঠে পালিয়ে যান।

ভুক্তভোগী আল-আমিন বলেন, সেদিন রাতে কাজ শেষে খিলক্ষেত থেকে বাসে করে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের কাছে নামেন তিনি। এরপর হেঁটে বাসার দিকে যাওয়ার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে তাঁর হাতে থাকা আইফোনটি ছিনিয়ে নেন। এ সময় তাঁর হাতে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক ছিনতাইকারী। এতে তিনি আহত হন। মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর তিনি ছিনতাইকারীদের পেছন পেছন দৌড়ে গিয়েছিলেন। কিন্তু ছিনতাইকারীরা অটোরিকশায় করে পালিয়ে যায়।

ঘটনার পর সেদিন রাতেই পল্লবী থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন বলে জানান আল-আমিন। তিনি বলেন, তবে এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে কোনো সহায়তা পাননি।

আল-আমিন বলেন, একজন উপপরিদর্শকের (এসআই) মুঠোফোন নম্বর থানা থেকে তাঁকে দেওয়া হয়। বলা হয়, এই এসআই ঘটনাটি তদন্ত করবেন। কিন্তু পুলিশের দিক থেকে আর কোনো সাড়া পাচ্ছিলেন না তিনি। এমন পরিস্থিতিতে তিনি নিজে গতকাল রোববার ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন, পুলিশকে তা দেখান। আজ সোমবার সকালেও ওই এসআইয়ের সঙ্গে তিনি কথা বলেছেন। এসআই তাঁকে বলেছেন, তিনি ঘটনাস্থলে আসছেন।

থানা থেকে আল-আমিনকে যে এসআইয়ের নম্বর দেওয়া হয়েছিল, তিনি হলেন জয় দাশ। জানতে চাইলে তিনি বলেন, পল্লবী এলাকাটি খুবই জনবহুল। তাঁরা অপরাধ নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছেন। এর মধ্যে কিছু ঘটনা ঘটে যায়। আল-আমিন ছিনতাইয়ের শিকার হয়েছেন—এমন ঘটনা তিনি জানেন না। তিনি খোঁজ নিচ্ছেন।

জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম  বলেন, তিনি গতকালই এই থানায় যোগ দিয়েছেন। ঘটনাটির বিষয়ে তিনি এখনো কিছু জানেন না।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন