[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইউনূসের সফরের আনুষ্ঠানিক ঘোষণা জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

প্রকাশঃ
অ+ অ-

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা  মুহাম্মদ ইউনূসের জাপান সফর সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বিকেলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ মে থেকে ৩১ মে আনুষ্ঠানিক সফরে জাপান আসবেন অধ্যাপক ইউনূস। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সঙ্গে জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি। এরপর নিক্কেই ফোরামের ৩০তম ‘এশিয়ার ভবিষ্যৎ’ সেমিনারে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, অধ্যাপক ইউনূসের এই সফর জাপান ও বাংলাদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করে তুলতে অবদান রাখবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ইউনূসের প্রথম জাপান সফর এটি। এর আগে বেশ কয়েকবার তিনি জাপান সফর করেছেন। ২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। ২০০৭ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত নির্ধারক নেতৃত্বের আমন্ত্রিত অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন তিনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন