নিজস্ব প্রতিবেদক ঢাকা

গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য দেন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ২৪ মে | ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় বলার আহ্বান জানিয়েছেন। তিনি নির্বাচনের মধ্য দিয়ে কোন পার্টি ক্ষমতায় আসবে তা নয়, একটি সুষ্ঠু, অবাধ নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘ডিসেম্বর থেকে জুন, এটা তো সময় হয় না। ছয় মাস পর হলে ছয় মাস পরে কন (বলেন), তিন মাস হলে তিন মাস পরে কন, একবারে কথা বলে দেন না।’ তিনি বলেন, নির্বাচনের জন্য রোডম্যাপ দিলে সবাই নির্বাচন নিয়েই কথা বলবে।

আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক গোলটেবিল বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথাগুলো বলেন। ঢাকা সাউথ ডেভেলপারস ফোরাম এ বৈঠকের আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র বলেন, প্রধান উপদেষ্টা ব্যর্থ হোন, কেউ চায় না। প্রধান উপদেষ্টা চলে যান, সেটাও কেউ চায় না। আর বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতির জন্য রাজনীতিবিদেরাও দায়ী নন।

কোনো রাজনৈতিক, অরাজনৈতিক বা কোনো সেক্টর কেউ প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি; বরং সব রাজনৈতিক দল নির্বাচন চেয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। যতটুকু সম্ভব সংস্কার করে তিনি প্রধান উপদেষ্টাকে নিজ সম্মানার্থে একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে গয়েশ্বর রায় বলেন, ‘আমরা সাফার করছি কি নিয়া, গত ১৬ বছর ধইরা একটা ভোটাধিকার নিয়া, একটা ভালো নির্বাচন নিয়ে। এইটাই তো।’

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সমালোচনা করে বিএনপির এই নেতা প্রশ্ন রাখেন ‘সে (মাহফুজ) কি সরকারের মুখপাত্র।’

আজকের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের প্রেসিডেন্ট মো. ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ডিএসডিএফের ট্রেজারার কাজী মো. ওবায়েদ উল্লাহ। কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ডিএসডিএফের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ভাইস প্রেসিডেন্ট স্থপতি ইকবাল হাবিবসহ আরও বেশ কয়েকজন বক্তব্য দেন।