[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাটমোহরে বারান্দায় ঘুমিয়ে রাখা ৫ মাসের শিশুর লাশ মিলল নদের পাড়ে

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি পাবনা

শিশুর লাশ | প্রতীকী ছবি

ঘরের বারান্দায় মেয়েশিশুকে ঘুমিয়ে রেখে বাইরে গরুর খড় আনতে গিয়েছিলেন মা। ফিরে দেখেন মেয়ে বিছনায় নেই। চারদিকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি মেয়েটিকে। পরে বাড়ির পাশের বড়াল নদের পাড় থেকে শিশুটির লাশ উদ্ধার হয়।

শনিবার সকালে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জলেশ্বর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাঁচ মাস বয়সী শিশুটির নাম সোহাগী রানী মণ্ডল। সে মণ্ডলপাড়া গ্রামের কমল মণ্ডলের মেয়ে।

স্থানীয় লোকজন ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে শিশুটির মা শ্রাবন্তী রানী মণ্ডল মেয়েকে ঘরের বারান্দায় ঘুম পাড়িয়ে বাড়ির বাইরে গরুর খড় আনতে যান। ফিরে এসে দেখেন মেয়ে বিছানায় নেই। তিনি চিৎকার করে বাড়ির এদিক-ওদিক মেয়েকে খুঁজতে থাকেন। ঘণ্টাখানেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি। সকাল ৭টার দিকে বাড়ির পাশের বড়াল নদের পাড়ে কচুরিপানার ভেতর স্থানীয় লোকজন শিশুটির লাশ দেখতে পান। পরে পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

শিশুটির বাবা কমল মণ্ডলের দাবি, তাঁর মেয়েকে কেউ বাড়ি থেকে চুরি করে নদের পাড়ে নিয়ে হত্যা করেছে। তিনি তাঁর শিশুকন্যা হত্যার বিচার চান।

চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ি থেকে নিয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা একটি হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন। মামলাটি প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন