প্রতিনিধি গাজীপুর

গাজীপুর মহানগরীর ওই কারখানায় পানি পান করে অসুস্থ শ্রমিকদের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আজ সকালে নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট লিমিটেড কারখানায় | ছবি: পদ্মা ট্রিবিউন

গাজীপুরে টিফিনের বিরতিতে কলের পানি পান করে একটি কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকার ‘ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট লিমিটেড’ নামের কারখানায় এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ ও কারখানাটির কয়েকজন শ্রমিক জানান, কারখানাটির শ্রমিকেরা আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো টিফিনের বিরতিতে কল থেকে পানি পান করেন। এর কিছু সময়ের মধ্যে শ্রমিকদের পেটে ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এ ঘটনায় শ্রমিকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে অসুস্থ শ্রমিকদের আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিক মেহেদী হাসান বলেন, কারখানাটিতে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন। সকালে কাজে এসে টিফিনের সময় পানি পান করেন অনেকেই। এরপরই তাঁরা অসুস্থ হতে শুরু করেন। কারখানার অ্যাম্বুলেন্সে করে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, প্রতিদিন শ্রমিকেরা কারখানার সাপ্লাই করা পানি পান করেন। আজ কারখানার ওই পানি পান করলে ৪০-৫০ জন পেটে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের মধ্যে বেশির ভাগই নারী। ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।