প্রতিনিধি মেহেরপুর
![]() |
সীমান্ত | প্রতীকী ছবি |
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ৩০ জন নারী, পুরুষ ও শিশুকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাঁদের বাংলাদেশে পাঠানো হয়। পরে বিজিবি তাঁদের আটক করে পুলিশে হস্তান্তর করে।
আটক ৩০ জনের মধ্যে ১১ শিশু, ১২ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের আটক করে এবং পরে সীমান্তে এনে বাংলাদেশে ঠেলে দেয়। তাঁদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
এ সম্পর্কে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে ৩০ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাঁদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত রোববার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১৯ জন এবং ৪ মে ভবেরপাড়া সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে পাঠায় বিএসএফ।