প্রতিনিধি চট্টগ্রাম
![]() |
আবদুল হাফিজ | ছবি: তাঁর ফেসবুক আইডি থেকে নেওয়া |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি থেকে এক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে একটি পোস্ট দেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া ওই নেতার নাম আবদুল হাফিজ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের রশিদার ঘোণা এলাকায়।
ফেসবুকে দেওয়া পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়কের উদ্দেশে আবদুল হাফিজ লেখেন, ‘আমি আপনার সংগঠনের একজন একনিষ্ঠ সদস্য হিসেবে বিগত সময়গুলোতে কাজ করে গেছি এবং জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে শহীদ ভাই ও বোনদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পক্ষে অবদান রাখার চেষ্টা করেছি। এই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে আমি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার সুযোগ পেয়েছি। তবে ব্যক্তিগত কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনার কারণে আমি এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’
জানতে চাইলে আবদুল হাফিজ আজ শুক্রবার দুপুরে বলেন, ‘৫ আগস্টের পরপর আমাদের প্রতি মানুষের যে সম্মান, আলাদা একটা ভালোবাসা ছিল, সেটি এখন নেই। জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোর পারস্পরিক বিভাজন আমাকে হতাশ করেছে। আমার দলের কোনো অপকর্ম আমি গায়ে মাখতে চাচ্ছি না। এখন থেকে পড়াশোনা, পারিবারিক ব্যবসা ও ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। তাই পদত্যাগ করেছি।’
জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক জুবাইর হোসেন বলেন, ‘ফেসবুকে হাফিজের পদত্যাগের ঘোষণা আমরা দেখেছি এবং তাঁর সঙ্গে কথা বলেছি। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে কমিটির পরবর্তী বৈঠকে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’