[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জামালপুরে ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে টাকা নেওয়া বিএনপির তিন নেতা বহিষ্কৃত

প্রকাশঃ
অ+ অ-

 বহিষ্কৃত তিন নেতা | ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে অতি দরিদ্রদের সামাজিক সুরক্ষা কর্মসূচির (ভিজিডি) কার্ডধারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার দুপুরে পৃথক তিনটি চিঠির মাধ্যমে তাঁদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান (রিপন), সাংগঠনিক সম্পাদক মো. সুজন শেখ ও যুবদলের সমবায়বিষয়ক সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান (বাবু)।

বহিষ্কারবিষয়ক তিনটি চিঠিতে একই কথা লেখা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘দলীয় নীতি–আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পোগলদিঘা ইউনিয়ন শাখার প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হলো।’

উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভিজিডি উপকারভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও গত বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে (ভাইরাল)।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ওই তিন নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িয়ে পড়লে যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই জায়গায় কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন