[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি নরসিংদী

নরসিংদীতে বাড়িতে হামলা করে আসবাবপত্র তছনছ করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

নরসিংদীর পলাশ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাউছার মিয়ার বিরুদ্ধে। গতকাল রোববার দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে বিউটি বেগমের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিউটি বেগম গতকাল রাতেই বাদী হয়ে কাউছার মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে পলাশ থানায় মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, কাউছার মিয়ার সঙ্গে একই গ্রামের আরজু ভূঁইয়ার মেয়ে বিউটি বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল দুপুরে কাউছার মিয়া ২০ থেকে ২৫ জনের একটি দল নিয়ে বিউটি বেগমের বাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীরা বাড়ির ৫টি কক্ষে ঢুকে টিভি, রেফ্রিজারেটর, আলমারি ভাঙচুর করে এবং ঘরে থাকা ১০ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান।

ভুক্তভোগী বিউটি বেগমের ভাষ্য, ‘প্রায় দুই মাস আগে তালতলী গ্রামের গণি মিয়ার কাছে সাড়ে ৩ শতাংশ জমি কেনার বায়না করি। ওই জমিটির ওপর নজর পড়ে স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার মিয়ার। জমিটি তাঁর কাছে বিক্রি করতে গণি মিয়াকে চাপ দেন। পরে আমার বায়নার টাকা ফেরত দেওয়ার শর্তে বাকি টাকা দিয়ে সেই জমি কিনে নেন তিনি। কিন্তু আমার বায়নার টাকা তিনি ফেরত তো দিচ্ছেন–ই না, উল্টো টাকা চাইতে গেলে হুমকি দেন। গতকাল সকালে আবারও টাকা চাইতে গেলে তিনি সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান।’

এ বিষয়ে কাউছার মিয়ার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। পরে কথা বলবেন বলে জানান।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, বিউটি বেগমের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন