[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শিক্ষা মন্ত্রণালয়ের ডিআইএর লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২০, ২১ ও ২৩ মে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। গতকাল সোমবার ডিআইএর এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডিআইএর ২০২৩ সালের ২১ মে এবং ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অডিটর পদে ২০ মে ও অফিস সহায়ক পদে আগামীকাল বুধবার ২১ মে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী কাম-ক্যাশিয়ার, রেকর্ডকিপার, স্টোরকিপার, ফটোকপি অপারেটর, গাড়িচালক ও নিরাপত্তা প্রহরী পদে আগামী ২৩ মে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিত করা পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রার্থীদের নিজ নিজ মোবাইল ফোন নম্বরে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এসএমএসের মাধ্যমে জানানো হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন