[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাতকড়া পরিয়ে চোখ-মুখ বেঁধে অপহরণ, মামলা করতে ভয় পাচ্ছেন ব্যবসায়ী

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি মানিকগঞ্জ

অপহরণ | প্রতীকী ছবি

মানিকগঞ্জ শহরে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে চোখ ও মুখ বেঁধে অপহরণের পর টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সদর উপজেলা পরিষদের সামনে থেকে তাঁকে অপহরণ করা হয়।

ভুক্তভোগী ওই ব্যক্তির নাম জাফর আলী (৪৪)। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তাঁর মোবাইল ব্যাংকিং ও ফটোকপির দোকান আছে। তাঁর বাড়ি জেলা সদরের দীঘি গ্রামে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল রাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন জাফর। এ সময় তাঁর সঙ্গে সম্রাট (১৭) নামের দোকানের একজন কর্মচারী ছিল। রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পাশ থেকে চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে ডাক দেয়। মোটরসাইকেলটি থামালে তারা হাতকড়া পরিয়ে জাফরকে একটি গাড়িতে তোলে। এ সময় ওই কর্মচারীকেও গাড়িতে তোলা হয়। পরে ওই ব্যবসায়ীর হাত ও চোখ-মুখ বেঁধে ফেলা হয়। দিবাগত রাত পৌনে একটার দিকে গাজীপুরের কাশিমপুর থানার তেতুইবাড়ী এলাকায় তাঁদের ফেলে দিয়ে যায় অপহরণকারীরা।

আজ সোমবার বেলা ১১টার দিকে জাফর আলীর দোকানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে জাফর বলেন, প্রায় ৮০ হাজার টাকাসহ দুটি মুঠোফোন নিয়ে নেয় অপহরণকারীরা। মুক্ত হওয়ার পর ঘটনাস্থলে গিয়েও তিনি মোটরসাইকেল পাননি। মোটরসাইকেল খোয়া যাওয়ার বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

মামলা করবেন না কেন, জানতে চাইলে জাফর বলেন, অপহরণকারীরা তাঁকে ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান চেনে। মামলা করলে তারা (অপহরণকারীরা) ভবিষ্যতে ক্ষতি করবে বলে হুমকি দিয়েছে।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর খতিয়ে দেখার কথা জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন