প্রতিনিধি পাবনা
![]() |
৭৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি | ছবি: সংগৃহীত |
পাবনার বেড়া উপজেলার চক আবদুস শুকুর গ্রাম থেকে প্রায় ৭৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার সন্ধ্যায় র্যাব-১২–এর পাবনা ক্যাম্প ও র্যাব-১০–এর কুষ্টিয়ার একটি যৌথ দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন ওই গ্রামের মৃত মকছেদ শেখের ছেলে রাজু আহম্মেদ ওরফে বাবু (৪৮)। তাঁর বাড়িতে মাটির নিচে মূর্তিটি লুকিয়ে রাখা ছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২–এর পাবনা ক্যাম্পের কমান্ডার ফারহান উজ-জামান বলেন, পাচারের উদ্দেশ্যে মূর্তিটি গোপন করে রাখা হয়েছিল, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু আহম্মেদ পাচারের উদ্দেশ্যেই মূর্তিটি লুকিয়ে রেখেছেন বলে স্বীকার করেছেন।
র্যাব জানায়, পাচার চক্রে আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা মূর্তিসহ রাজু আহম্মেদকে আইনগত ব্যবস্থা নিতে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তাফা বলেন, র্যাব বাদী হয়ে মামলা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি কিছু তথ্য দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।