[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাড়ে ৬ কেজি হেরোইন উদ্ধারের মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

আদালত | প্রতীকী ছবি

আসামিদের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৬ কেজি ৭০০ গ্রাম হেরোইন। পরে র‌্যাব এ ঘটনায় মামলা করে। এ মামলায় বাবা ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ শনিবার দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সিদ্দিকী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সারেংপুর জামাতির মোড় এলাকার সাইফুল ইসলাম (৫৫) ও তাঁর ছেলে আশিক হোসেন (২৬)। আদালত পরিদর্শক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৩ সালের ১১ মার্চ দিবাগত রাতে র‌্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যান। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৭০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। সঙ্গে ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়। এ সময় মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সাইফুলের ছেলে আশিককে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পরদিন ১২ মার্চ র‌্যাবের পক্ষ থেকে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সাইফুল ইসলামকে পলাতক আসামি করা হয়েছিল। পরে বাবা ও ছেলেকে অভিযুক্ত করেই আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল হয়। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ আদালত এ রায় দিলেন।

পরিদর্শক আনিসুর রহমান জানান, রায় ঘোষণার সময় বাবা ও ছেলে আদালতে হাজির ছিলেন। আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে রায় দিলে দুজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন