[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দুই দাবিতে সিনেট ভবনের সামনে ঢাবি বাগছাসের অবস্থান

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়

সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছে বাগছাসের নেতাকর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়। সংবাদটি লেখা পর্যন্ত কর্মসূচি চলমান ছিল।

এর আগে বেলা দেড়টার দিকে মধুর ক্যান্টিনে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে মিছিল করে তারা সিনেট ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা ‘জাস্টিস ফর সাম্য’, ‘ডাকসু চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগছাস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের, সদস্যসচিব মহির আলম, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখার আরও অনেক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন