[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে পাঠানো ১৭ নারী-পুরুষ আটক

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে পাঠানো ১৭ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে | ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোর পাঁচটার দিকে সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিদের মধ্যে চার শিশু, দুজন পুরুষ ও ১১ জন নারী আছেন। একটি সূত্র জানিয়েছে, তাঁদের বাড়ি যশোর, ঝিনাইদহ, পটুয়াখালী, খাগড়াছড়ি, নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন গ্রামে। আটকের পর তাঁদের বিজিবির চাপসার ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এখনো তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, বিজিবির হাতে আটক ১৭ জনকে ভারত থেকে ঠেলে পাঠানো (পুশ ইন) হয়েছে। আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিভিন্ন সময় কাজের সন্ধানে গিয়ে অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন। বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মণ্ডল বলেন, অনুপ্রবেশের অভিযোগে সীমান্তে ১৭ জনকে আটকের খবর পেয়েছেন। তবে বিজিবি এখনো তাঁদের হস্তান্তর করেনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন