প্রতিনিধি মহেশখালী
![]() |
সোনাদিয়া দ্বীপ | ছবি: ফেসবুক থেকে নেওয়া |
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের চর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত তিনটার দিকে দ্বীপের পশ্চিমপাড়া চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশটি জোয়ারের তোড়ে সোনাদিয়ার চরে ভেসে এসেছে। স্থানীয় জেলেরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় কুতুবজোম ইউনিয়ন পরিষদের সদস্য একরাম মিয়া বলেন, ওই যুবকের আনুমানিক বয়স ২৮ বছর। তাঁর পরনে হাফ প্যান্ট, টি–শার্ট ও লাইফ জ্যাকেট এবং কানে হেডফোন ছিল। ধারণা করা হচ্ছে, এটি কোনো পর্যটকের লাশ।
মহেশখালী থানার পরিদর্শক প্রতুল কুমার শীল বলেন, নিহত ব্যক্তি শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশটি সাগরে ভেসে এলেও পচন ধরেনি। নিহত যুবকের পরিচয় শনাক্তে তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করা হবে।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইছার হামিদ বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কোথাও কোনো পর্যটক নিখোঁজ রয়েছে কি না, খবর নেওয়া হচ্ছে।