[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এনসিপির মিছিলে রাজনীতি নিষিদ্ধ রুয়েটের কর্মকর্তা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ভেঙে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে অংশ নেন  (গোল চিহ্ন দেওয়া) রুয়েটের সংস্থাপন ও প্রশাসন শাখার সহকারী বিভাগীয় কর্মকর্তা আশিক ইকবাল  | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রাজনীতি নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। কিন্তু এই নিয়ম ভেঙে রাজপথে দেখা গেল রুয়েটের এক কর্মকর্তাকে।

শনিবার বিকেলে রাজশাহীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচিতে অংশ নেন রুয়েটের সংস্থাপন ও প্রশাসন শাখার সহকারী বিভাগীয় কর্মকর্তা আশিক ইকবাল। তাঁকে সামনের সারিতে ব্যানার ধরে থাকতে দেখা যায়।

এনসিপির কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি নিজেই স্বীকার করেছেন আশিক ইকবাল। তিনি বলেন, ‘আমি এনসিপির মিছিলে অংশ নিয়েছিলাম। তবে আমি দলটির সদস্য না। সেখানে ছিলাম, একজন ডাকল, তাই মিছিলে যাই।’

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী বলেন, ‘আমি ঘটনাটি দেখিনি। তবে যদি সত্যি এমন হয়ে থাকে, তাহলে সেটা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা লঙ্ঘন। এখনো অফিসিয়ালি কিছু জানি না, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

রুয়েটে রাজনীতি নিষিদ্ধ করে গত ১০ আগস্ট এক অফিস আদেশ জারি করা হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত সেই আদেশে বলা হয়, রুয়েট আইন ২০০৩-এর ধারা অনুযায়ী কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী রাজনৈতিক বা ছায়া সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। কেউ এই আদেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

এর আগেও ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর রুয়েট প্রশাসন একই ধরনের একটি আদেশ দিয়েছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন