[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রজনন মৌসুমে হালদায় মরে ভেসে উঠল মা কাতলা মাছ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাউজান

প্রজনন মৌসুমে হালদায় মরে ভেসে উঠেছে মা মাছ। বিকেল তিনটার দিকে চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে আবারও মা মাছ মরে ভেসে উঠেছে। রোববার বেলা ৩টার দিকে নদীর রাউজান অংশের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় মাছটি ভেসে ওঠে। এর ওজন প্রায় ৫ কেজি বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। এর আগে গত বছরের জুন ও জুলাই মাসে ৬টি বড় মা মাছ ও ৩টি ডলফিন মরে ভেসে উঠেছিল। এরপর তেমন মা মাছ মরার খবর পাওয়া যায়নি। তবে ডলফিন মরে ভেসে উঠেছিল আরও ৩টি।

মৎস্য অধিদপ্তর ও হালদার স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে জোয়ারের সময় আজিমের ঘাটে মরা কাতলা মাছটি ভেসে যেতে দেখে সেটি ডাঙায় তুলে আনেন নদীর স্বেচ্ছাসেবীরা। পরে রাউজান উপজেলা মৎস্য অধিদপ্তরের লোকজন এসে সেটির প্রাথমিক সুরতহাল করে মাটিচাপা দেন।

ভেসে ওঠা কাতলা মাছটি মা মাছ বলে নিশ্চিত করেছেন রাউজান উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আলমগীর হোসাইন। তিনি  বলেন, মাছটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারালো কিছু দিয়ে এটির মাথায় আঘাত করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করে মাছটি মাটিচাপা দেওয়া হয়।

এদিকে হালদায় প্রজনন মৌসুমের শুরু হয়েছে প্রায় এক মাস হতে চলল। এর মধ্যে নমুনা ডিমও ছাড়েনি মা মাছেরা। সরঞ্জাম নিয়ে কয়েক শ ডিম সংগ্রহকারী নদীতে দিনরাত অবস্থান করছেন মা মাছেরা কখন ডিম ছাড়ে সে অপেক্ষায়। এর ভেতর নদীতে মা মাছ মরার এমন সংবাদে উদ্বিগ্ন নদী গবেষকেরা। তাঁরা বলছেন, প্রজনন মৌসুমের প্রায় এক মাস পার হয়ে গেল। এখনো নমুনা ডিমও ছাড়েনি মা মাছেরা। এর মধ্যে মা মাছের মরে ভেসে ওঠা উদ্বেগের। কারণ, হালদার একেকটা মা মাছের ডিম থেকে বিপুল পোনা উৎপাদন হওয়ার সম্ভাবনা থাকে।

নদী গবেষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া বলেন, এপ্রিল থেকে জুনের শেষ হালদার মা মাছের প্রজনন মৌসুম। আগামী ৯ থেকে ১৫ মের মধ্যে জো আছে। তখন মা মাছ ডিম ছাড়তে পারে। এই মৌসুমে মা মাছ মরে ভেসে ওঠা দুশ্চিন্তার বিষয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন