প্রতিনিধি পাবনা

ঈশ্বরদী পৌরসভায় অভিযানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা | ছবি: ফেসবুক থেকে

পাবনার ঈশ্বরদী পৌরসভায় অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকাল ১১টার দিকে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে এ অভিযান হয়।

অভিযানের সময় দুদক কর্মকর্তারা পৌরসভা কার্যালয়ে গিয়ে নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের সঙ্গে কথা বলেন। পরে তাঁরা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উন্নয়নকাজ, অরণখোলা পশুহাটের ইজারা, হাটবাজার উন্নয়ন ও ভাড়া সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেন।

ঈশ্বরদী পৌরসভার প্রশাসক সুবীর কুমার দাশ বলেন, ‘দুদক যে তদন্ত করছে, তা তৎকালীন মেয়র ইসহাক আলী মালিথার সময়ের বিষয়। আমি এই তদন্তকে স্বাগত জানাই।’

অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাধন চন্দ্র সূত্রধর। তিনি বলেন, 'পৌর এলাকার বিভিন্ন হাটবাজারে সংস্কারের কথা বলা হলেও বাস্তবে তা হয়নি। বিশেষ করে অরণখোলা পশুহাটে কোনো সংস্কার হয়নি, যদিও ইজারার শর্তে সংস্কারের বিষয়টি ছিল। এছাড়া ঈশ্বরদী স্টেডিয়ামে এক ঠিকাদার অবৈধভাবে ইট-বালি রেখে ব্যবসা করছেন, যা সম্পূর্ণ বেআইনি।'

দুদক কর্মকর্তা জানান, ‘এসব অনিয়মের অভিযোগ যাচাই করতেই অভিযান চালানো হয়েছে। যেসব নথি সংগ্রহ করা হয়েছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’