[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাল নোটসহ সাবেক শিবির নেতা গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চট্টগ্রাম

মো. মোদ্দাছির | ছবি সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশের চুনতি জাঙ্গালিয়া এলাকায় ওই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার তিনজন হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এলাকার মৃত শওকত আলীর ছেলে মো. মোদ্দাছির(২৫), তাঁর ১৭ বছর বয়সী বোন এবং তাঁদের খালাতো বোন।

এঁদের মধ্যে মোদ্দাছির ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা ছাত্র শিবিরের বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম বলেন, মুদ্দাছির উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। গত ডিসেম্বর থেকে তিনি আর কোনো দায়িত্বে নেই।

লোহাগাড়া থানার উপপরিদর্শক শরীফুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল নোটগুলো চট্টগ্রামে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তাঁদের ব্যাগ থেকে ১৩টি ১ হাজার টাকার নোট এবং ৩৬টি ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনের নামে থানায় মামলা হয়েছে এবং আজ রোববার দুপুরে তাঁদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন