[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হ্যাকারদের কবলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ

প্রকাশঃ
অ+ অ-

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেজটি অপ্রত্যাশিতভাবে হ্যাকড হওয়ার ঘটনা লক্ষ করা গেছে। এটাও দেখা গেছে যে কিছু অনুপযুক্ত আধেয় (কনটেন্ট) যথাযথ অনুমোদন ছাড়াই কিছু সময়ের জন্য পেজে শেয়ার করা হয়েছে।

এই অপ্রত্যাশিত বিঘ্নের ঘটনাকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বলা হয়, কারণ পেজটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রচারের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম।

বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এর যেকোনো পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার বা তাতে অংশগ্রহণ না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটসহ অন্যান্য যাচাইকৃত প্ল্যাটফর্ম ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক হালনাগাদ তথ্য ও যোগাযোগ অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন