[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়ল ২৮ কেজির কাতলা, অর্ধলক্ষাধিক টাকায় বিক্রি

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজবাড়ী

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জালে ধরা পড়ে ২৮ কেজি ওজনের কাতলা মাছটি। শনিবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়ায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৮ কেজি ওজনের একটি বড় কাতলা মাছ। শনিবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জালে মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া ঘাট বাজারের একটি আড়তে নিলামে বিক্রি হয়েছে অর্ধলক্ষাধিক টাকায়।

যাঁর জালে মাছটি ধরা পড়েছে, তাঁর নাম জালাল প্রামাণিক। তিনি জানান, আজ ভোরে তিনিসহ কয়েকজন জেলে পদ্মা নদীতে মাছ শিকারে বের হন। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা মেলে না। পরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। সেখানে কিছুক্ষণ পর বেশ কয়েকটি ঝাঁকুনিতে বুঝতে পারেন, জালে বড় কিছু আটকা পড়েছে। পরে নৌকায় জাল তুলেই দেখতে পান, বিশাল একটি কাতলা মাছ।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের মোমিন মণ্ডলের আড়তে নিয়ে আসেন জালাল প্রামাণিক। এ সময় আড়তে ওজন দিয়ে দেখেন, কাতলাটি প্রায় ২৮ কেজি হয়েছে। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, আজ সকাল ১০টার দিকে জেলে জালাল প্রামাণিক মাছটি দৌলতদিয়া ঘাটের মোমিন মণ্ডলের বিসমিল্লাহ মাছের আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় মাছটি তিনি কেনেন।

চান্দু মোল্লা বলেন, কাতলা মাছটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়। সেই সঙ্গে বিক্রির জন্য মুঠোফোনে বিভিন্ন স্থানে যোগাযোগ করতে থাকেন। পরে দুপুরের দিকে কেজিপ্রতি ১০০ টাকা লাভে ১ হাজার ৯০০ টাকা দরে মোট ৫৩ হাজার ২০০ টাকায় তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। মাছটি পরিবহনের মাধ্যমে ঢাকায় পাঠান বলে জানান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন