[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রূপপুর প্রকল্পের কাজ দ্রুত শেষের নির্দেশ উপদেষ্টার

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি পাবনা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করে জ্বালানি উপদেষ্টা | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত শেষ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার তিনি বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকা পরিদর্শন করেন। শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, 'আমরা অনেক কিছু দাবি করি, কিন্তু দেশের ও প্রতিষ্ঠানের জন্য কী করছি, সে বিষয়টি নিয়ে ভাবি না। এখন সময় এসেছে কাজে নামার। দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।' 
 
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে মতবিনিময় সভায় জ্বালানি উপদেষ্টা | ছবি: পদ্মা ট্রিবিউন
 
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোকাব্বির হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. কামরুল হুদা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশীদ খান এবং রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. জাহেদুল হাছান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন