[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কৃষ্ণচূড়ার ছবি তুলতে গিয়ে রাজশাহী কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ইশতিয়াক আহমেদ রাফিদ | ছবি: পদ্মা ট্রিবিউন  

রাজধানীর কুড়িল এলাকায় রেললাইনে দাঁড়িয়ে কৃষ্ণচূড়া ফুলের ছবি তোলার সময় এক আলোকচিত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম ইসতিয়াক আহমেদ রাফিদ। শুক্রবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।

তার দুর্ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকায় ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি ইসতিয়াক। দ্রুতগতির ট্রেনটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। 

রাফিদ রাজশাহী কলেজের  স্নাতক শ্রেণির শিক্ষার্থী। খালার বাসায় বেড়াতে এসে ঢাকার খিলক্ষেতে উঠেছিলেন।

রাফিদের সঙ্গে ছিলেন তাঁর খালাতো ভাই মুস্তাফিজুর রহমান। তিনি জানান, ‘আমি প্রথমে ট্রেনটি দেখে চিৎকার করে বলি, ভাইয়া ট্রেন আসছে, দ্রুত সরে যান! কিন্তু তাঁর কাছে আমার সে কথা পৌঁছায়নি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেই দুর্ঘটনা ঘটে যায় এবং সবকিছু শেষ হয়ে যায়।’

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, 'রেললাইনে দাঁড়িয়ে ফুলের ছবি তুলছিলেন রাফিদ। এ সময় উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।'

জানা গেছে, ছবিতোলা ও ভিডিও বানানোর শখ ছিল তাঁর। তিনি নানা রকম দৃশ্য আর বিশেষ মুহূর্তের ছবি ফেসবুকে দিতেন। তার তোলা ছবি আর ভিডিও প্রায়ই মানুষের মনে দাগ কাটত। গতকাল, রাফিদ বৃষ্টিতে ভেজা রেললাইনের একটি ভিডিও প্রকাশ করেছিলেন। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন