প্রতিনিধি চট্টগ্রাম

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন বাতিল ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ। আজ দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন  

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন বাতিল ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শুক্রবার দুপুরে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।  

জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবি জানানো হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ, যুগ্ম সদস্যসচিব মোসদালিফা অভি, মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ, সংগঠক আরিফুল ইসলাম, আইনজীবী জমির উদ্দিন, আলিফের চাচাতো ভাই আদনান হোসেন, রিদোয়ান হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ।

তাঁরা বলেন, ‘আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, চিন্ময় দাসের জামিন বাতিল করে তার বিচার করতে হবে। অন্যথায় আমরা আবার রাজপথে নামব।’

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত বছরের ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়েছে। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলাটি হয়েছিল গত বছরের ৩১ অক্টোবর।

গত বুধবার জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রায় দেন। এর ফলে ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাস জামিন পান। তবে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এই আবেদনের ওপর আপিল বিভাগের চেম্বার আদালতে আগামীকাল রোববার শুনানি হতে পারে।