নিজস্ব প্রতিবেদক ঢাকা

আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বক্তব্যে দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। আজ শুক্রবার বিকেলে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে | ছবি: পদ্মা ট্রিবিউন  

গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় গুলিতে আহত হয়ে এখনো অনেক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। কেউ চোখের আলো হারিয়েছেন, কেউ আর কখনও হাঁটতে পারবেন না—এমন চিত্র তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, 'আমাদের ভাইয়েরা এখনো হাসপাতালে বেদনায় কাতরাচ্ছেন, আর আওয়ামী লীগ আবার নির্বাচনের স্বপ্ন দেখছে!'

শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এনসিপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. তাসনিম জারা বলেন, 'জুলাই-আগস্টের সেই দুঃসহ সময়ের ক্ষত এখনো শুকায়নি। কেউ পঙ্গু, কেউ চিরতরে অন্ধ। এত কিছু ঘটার পরও কেউ এখনো বিচার পায়নি। বরং আওয়ামী লীগের নেতারা আবার ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।'

তিনি আরও বলেন, 'আমরা জানতে চাই—আর কত মানুষকে গুম-খুন হলে, আর কতজন পঙ্গু হলে সেই দলে নিষেধাজ্ঞা আসবে? কোনো অনুশোচনা নেই, কোনো বিচার নেই। এটা কি দেশের মানুষের সঙ্গে একরকম উপহাস নয়?'

আন্দোলন থেকে পিছিয়ে আসার প্রশ্নে দৃঢ় অবস্থান জানিয়ে এনসিপি নেত্রী বলেন, 'আমরা হাল ছাড়ছি না। আওয়ামী লীগের বিচার এই দেশেই হতে হবে। শুধু দল নয়—ছাত্রলীগ, যুবলীগসহ যেসব সহযোগী সংগঠনের নেতারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।'

তিনি স্পষ্ট ভাষায় বলেন, 'গত ১৬ বছরে যারা গুম-খুনের শিকার হয়েছেন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেসবের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মেনে নেওয়া হবে না। এই দেশে তাদের রাজনীতি চলতে দেওয়া হবে না—হবে না, হবে না, হবে না।'